জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত শাওন হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফজলুর রহমান, সদর থানা বিএনপির আহ্বায়ক হেনা কবির, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ডিউক, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ. জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
অনলাইন ডেস্ক: