১৯ কোটি টাকা বকেয়া: জয়পুরহাট সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়ার দাবিতে বিক্ষোভ
জয়পুরহাটে অবস্থিত দেশের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট সুগার মিলস্ লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে ৩ সেপ্টেম্বর শনিবার জয়পুরহাটে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ মিছিল করেছে। চিনিকলের অবসরপ্রাপ্ত ¤্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিতেত্ব বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুস সালাম ফকির, ¤্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিম, আব্দুল হাদি, মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আখতার, সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল প্রমুখ। বক্তরা বলেন, জয়পুরহাট চিনিকলের ২শ’১১ জন শ্রমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ্যুটি ও পিএফ ফান্ডের বকেয়াসহ জয়পুরহাট চিনিকলের কাছে প্রায় ১৯ কোটি টাকা পাওনা রয়েছে। তারা বলেন ৬/৭ বছর হলো অবসর গ্রহন করলেও বকেয়া পাওনা টাকা পাচ্ছি না। বকেয়া পাওনা টাকা না পাওয়ার কারনে ২শ’ ১১টি পরিবারের সদস্যদের নিয়ে চরম কষ্টে আছি এবং মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত সকল পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আবেদন জানান।
অনলাইন ডেস্ক: