জয়পুরহাটে জেলা রোভারের ১০ম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে জেলা রোভার স্কাউটের ১০ম ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের সার্কিট হাউজের সভাকক্ষে এ কাউন্সিল সভা হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বক্তব্য দেন জেলা রোভারের সহসভাপতি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা রোভারের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কমিশনার আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ আজিজার রহমান আজিজ প্রমুখ।
পরে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে জেলা রোভারের নির্বাচিতরা হন সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সহ-সভাপতি যথাক্রমে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দত্ত, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোখছেদ আলী, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন। কমিশনার নির্বাচিত হন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আব্দুল মজিদ। স¤পাদক নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক ও বর্তমান স¤পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, যুগ্ম স¤পাদক হয়েছেন মাহমুদুল হাসান মুন্না এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজিজার রহমান, গ্রুপ সভাপতি হয়েছেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।
মাশরেকুল আলম