দেশ ও জনগনের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: এমপি সামছুল আলম দুদু

দেশ ও জনগনের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দৃশ্যমান যত উন্নয়ন হয়েছে, তা আওয়ামীলী সরকারের আমলে হয়েছে, সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন’।

৫ সেপ্টেম্বর  সোমবার দিনব্যাপী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলুক কাজে উদ্বোধনকালে জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এসব কথা বলেন। মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম রশিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল-পাগলা বাজার রাস্তায়  পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এমপি দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ ওলিউল্লাহ ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম পিন্টু প্রমূখ।

পাঁচবিবি প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *