পাঁচবিবিতে ব্রীজ ও স্কুল ভবনের ভিত্তি ফলক উন্মোচন
পাঁচবিবিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধিনে (suprb) এর আওতায় আওলাই ইউপি (শুরু পানিয়াল মোড়) পাগলা বাজার হাট রাস্তায় ২ কোটি ৬৫ লক্ষ ১১হাজার ২শত ৫৭ টাকা ব্যয়ে ১২শ মিঃ চেইনেজে ২৫ মিঃ দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মোহাম্মদপুর ইউনিয়নে পশ্চিম রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন । সোমবার ৫ সেপ্টেম্বর দুপুরে পানিয়াল ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
আরো বক্তব্য রাখেন জয়পুরহাট এলজিডি নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, উপজেলা প্রকৌশলী ওয়ালীউললাহ্ সেখ, কুসুম্বা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক তাওহিদ। এই ব্রীজের নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে সিরাজগঞ্জের মেসার্স ওসান এন্টারপ্রাইজ। ব্রীজ উদ্বোধনের আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনসহ স্থানীয় নেত্রীবৃন্দকে সাথে নিয়ে প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজে উদ্বোধন করেন।
পাঁচবিবি প্রতিনিধি: