বগুড়ায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফরিদপুরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় শহরের নবাববাড়ী রোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা কৃষকদল এ সমাবেশের আয়োজন করে।

এতে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল ইসলাম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন। এসময় জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম হোসেন সাকিদার, বদিউজ্জামান বদি, এ্যাড. ছানাউল সায়ম সুমন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, জেলা শ্রমিক দলর সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, মোশাররফ হোসেন স্বপন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক দলের সভাপতি সাদেক আলী, শ্রমিক নেতা আল আমিন, খোরশেদ আলম, উজ্জল হোসেন, বাবলু মিয়া, কৃষক দল নেতা আফজাল হোসেন, আব্দুস সালাম খান রুবেল, ওয়াজ কুরুনী, মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, চঞ্চল, আতাউর রহমান আতা, রফিকুল ইসলাম রুবা, রফিকুল ইসলাম শাহিন, মাকসুদুর রহমান মিলন, আব্দুস মকিম পানা, ডা. আনু, খাদেমুল ইসলাম বাচ্চুসহ সমাবেশে জেলা বিএনপি ও কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া অফিসঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *