আজারবাইজানের সঙ্গে তুরস্কের যৌথ সামরিক মহড়া শুরু
তুরস্কের বিমানবাহিনী ৫ সেপ্টেম্বর সোমবার থেকে আজারবাইজানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ভ্রাতৃপ্রতিম দুদেশের এ সামরিক মহড়া চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরআজ ঈগল–২০২২ (তুরআজ কারতালি–২০২২) নামে কৌশলগত এ যৌথ সামরিক মহড়ায় দেশ দুটির বিমানবাহিনী অংশগ্রহণ করছে। মহড়ার আগে সোমবার সকালে দুদেশের সেনাসদস্যদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনলাইন ডেস্ক: