বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভায় আইনজীবীগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট কর্তৃক আয়োজিত সাধারণ সভা গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গওহর আলী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাড. আলী আজগার। ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হক এর সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন, বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. আফতাব উদ্দীন আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া বারের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, আতাউর রহমান মুক্তা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম, অ্যাড. সামছুদ্দীন স্বপন, অ্যাড. নাজমুদ হুদা পপন, অ্যাড. আতাউর রহমান আতিক, অ্যাড. সফিক প্রমুখ। সাধারণ সভায় বিজ্ঞ আইনজীবীবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ধংস করে ফেলেছে। বিএনপির সকল প্রকার অনুষ্ঠানে পুলিশ লেলিয়ে দিয়ে হয়রানী করছে। আগামী সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী আইনজীবীগনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
মাহফুজ মন্ডল