চিকিৎসকের পরামর্শ নিতে বঙ্গবন্ধু মেডিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। তিনি ফলোআপ চিকিৎসা নিচ্ছেন। উচ্চরক্তচাপ ও ভার্টিগোজনিত (ঝিমুনি) সমস্যা বেড়ে যাওয়ায় ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে হাসপাতালে যান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর রোগব্যাধি নিয়ে বোর্ড মিটিং হয়। পাশাপাশি চিকিৎসকরা মন্ত্রীর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করেন। এ সময় চিকিৎসকের পরামর্শে মন্ত্রীর ইকোকার্ডিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. শেখ ফয়েজ আহমেদ বলেন, গত রোববার রাত ৮টার দিকে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করেন।
অনলাইন ডেস্ক: