বগুড়ার বন্ধু আব্দুল ওয়াহাবকে নিয়ে রাবি শিক্ষক ড. মাহফুজ আখন্দ’র বর্ণিল স্মৃতিচারণ
বন্ধুত্ব। খুনসুটি। হাসাহাসি। ভাগাভাগি। হাঁটাহাঁটি। সাইকেলিং। জীবনের গল্প। রাতজাগা। রাতঘুম। স্বপ্ননির্মাণ। স্বপ্নভংগ। মানিকজোড়। সবচেয়ে যার সাথে শেয়ারিং সে আবদুল ওয়াহাব। স্কুল জীবন থেকে একসাথে চলেছি বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত। তারপরে দুজনের শিক্ষকতা জীবন। সে কলেজে। আমি বিশ্ববিদ্যালয়ে। একটু দূরত্ব কর্মব্যস্ততায়। আবারো এক মোহনায় মিলিত হলাম। এম.ফিল গবেষণায় হাত দিলো সে। এবার শিক্ষক ছাত্র। বন্ধু যখন সুপারভাইজার। গবেষণা শেষ হলো সফলভাবে। সেই থেকে আজও কাছাকাছি। পারিবারিক আড্ডা সবসময়। যদিও সে বগুড়ায়। আমি রাজশাহীতে। বেশ কিছুদিন থেকে সে অসুস্থ। তাই বাসায় আসেনি এ সময়ের মধ্যে। আজ এসেছিলো। একসাথে কাটালাম সারাটাদিন। চলে গেলো সে। বগুড়ায়। আমার প্রাণের শহরে। অকৃত্রিম ভালোবাসার এ মানুষটার জন্য দুআ চাই। মহান আল্লাহ তাকে শিফায়ি কুল্লিয়া দান করুন। মুখের পবিত্র হাসিটাকে ফুলের মতো ফুটিয়ে রাখো হে পরওয়ারদিগার।
বি: দ্র: স্মৃতিচারণটি ড. মাহফুজ আখন্দের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করা।