পাঁচবিবিতে ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মাট কার্ড ও সনদপত্র বিতরণ

৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলার ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের মাঝে স্মাট কার্ড ও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ করেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেযারম্যান মনিরুল শহীদ মুন্না, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৭ জন জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মাঝে স্মাট কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়।

 

পাঁচবিবি প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *