ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁও টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন। ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় শহরের চৌরাস্তা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, সাবেক সভাপতি ফিরোজ আমিন সরকার, আহত সাংবাদিক আব্দুল লতিফ লিটু, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ। বক্তরা বলেন, রুহিয়ায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ কিন্তু সেখানে সাংবাদিক তার দ্বায়িত্ব পালন করতে গিয়ে আহত হলো। একটি দলের সমর্থকরা সাংবাদিকের উপর হামলা করলো। বার বার এভাবে সাংবাদিক আহত হবে, তাকে মারপিট করা হবে, কিন্তু কোনো বিচার হবে না, তা মেনে নেবো না। আমরা চাই, অবিলম্বে এসব সন্ত্রাসীদের বের করে আইনের আওতায় আনা হোক। না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করবে জেলার সাংবাদিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *