বগুড়া পৌরসভার ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহণের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বগুড়া পৌরসভার ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের মাটিডালী বিমান মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, রাজপথে আন্দোলন করতে গিয়ে নারায়ণগঞ্জের শাওন, ভোলার নুরে আলম ও রহিম জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। তাদের রক্ত বৃথা যাবে না। রাজপথেই এর ফয়সালা হবে। সেই সঙ্গে বর্তমান সরকারের নানা ব্যর্থতার অভিযোগ তুলে সরকারকে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারীও দেন তিনি। রেজাউল করিম বাদশা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জনগণের যৌক্তিক দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। কিন্তু সরকার বিএনপিকে ভয় পায় বলেই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ আজ জেগে উঠেছে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারপ্রধানের নির্দেশে সারাদেশে গুলি চালাচ্ছে পুলিশ। কিন্তু তাদের দিন শেষ হয়ে আসছে। এসবের জবাব দেওয়া হবে। তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। এসময় তিনি শোষক লুটপাটকারী এবং অর্থ পাঁচারকারীদের পাহারাদার বর্তমান সরকারের সকল হঠকারি সিদ্ধান্ত ও দমন-পীড়ন, পুলিশী নির্যাতন রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান। সেই সাথে এই ব্যর্থ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন।
সমাবেশে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, সোলায়মান আলী, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, শহর যুবদলের আহবায়ক সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামীম প্রমূখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া অফিস: