ব্যবসায়ীদের সঙ্গে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলার সকল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। শহরের ক্যাফে ওরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টের সভাক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাহাম্মদ নূরে আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবির এপ্লব, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি প্রমুখ। বক্তারা বলেন, ব্যবসার মাধ্যমে এই জেলাকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সকল ব্যবসায়ীকে এক সাথে কাজ করতে হবে। সভায় জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য প্রশাসনের দৃস্টি আকর্ষন করেন।
অনলাইন ডেস্ক: