জাতীয় বিশ্বিবদ্যালয়ের কলেজ র্যাংকিং এ বেসরকারী পর্যায়ে রাজশাহী অঞ্চলে আবারও বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ প্রথম
বেসরকারী পর্যায়ে রাজশাহী অঞ্চলে আবারও সৈয়দ আহম্মদ কলেজ জাতীয় বিশ^বিদ্যালয় কলেজ র্যাংকিং এ প্রথম হয়েছে। গত ৬ সেপ্টেম্বর জাতীয় বিশ^বিদ্যালয় একাডেমিক ভবনের সিনেট হলে জাতীয় জাতীয় বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর উপস্থিতিতে কলেজ পারফরমেন্স র্যাংকিং ২০১৮ এর ফলাফল ঘোষনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলে বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান অধিকার করেছে সৈয়দ আহম্মদ কলেজ। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬ ২০১৭ ও ২০১৮ সালসহ পর পর রাজশাহী অঞ্চলের মধ্যে বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান পাওয়ার গৌরব অর্জন করলো সৈয়দ আহম্মদ কলেজ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অনার্স মাস্টার্স পাঠদানকারী বেসরকারী কলেজ হিসেবে সৈয়দ আহম্মদ কলেজটি অতি পরিচিত।
কলেজটিতে উচ্চ মাধ্যমিক (সাধারণ), এইচ. এস. সি (বিএমটি), ডিগ্রী (পাস) কোর্স ছাড়াও ১৭ টি (সতের) বিষয়ে অনার্স এবং ০৮ (আট) টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। কলেজটিতে ৯০০০ (নয় হাজার) এর অধিক শিক্ষার্থী ধূমপান, রাজনীতি ও মোবাইলমুক্ত পরিবেশে অধ্যয়ন করে। কলেজের পড়ালেখার মান আধুনিক ও যুগোপযোগী এবং বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল বরাবরই অতি সন্তোষজনক। কলেজটির নিজস্ব অর্থায়নে পাঠদানের জন্য বিভিন্ন তলাবিশিষ্ট বৃহদাকার ছয়টি ভবন, একটি পাঁকা মসজিদ, একটি ছাত্রাবাস, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারী পরিবহণের জন্য ০৮ (আট) টি বাস রয়েছে। ১৯ (উনিশ) বিঘার কলেজ ক্যাম্পাসটি ৭ (সাত) ফুট উচু সুরক্ষিত প্রাচীর দ্বারা বেস্টিত। বর্তমানে কলেজটির সর্বমোট জমির পরিমান ৪৫ বিঘার অধিক। দেশ স্বধীনের পর সৈয়দ আহম্মদ সাহেবের পুত্র প্রিন্সিপাল মো: নজবুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাত করতে গেলে বঙ্গবন্ধু পূর্ব স্মৃতির কথা স্মরণ করে তাৎক্ষনিক ভাবে তাঁর তহবিল হতে কলেজ প্রতিষ্ঠার জন্য ১০.০০০ (দশ) হাজার টাকা অনুদান প্রদান করেন। বঙ্গবন্ধুর স্মৃতিধারক কলেজটি সু দক্ষ পরিচালনা পর্ষদ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত মানসম্মত কলেজ হিসেবে কলেজটি জাতীয়করণের সর্বাগ্রে দাবী রাখে।
বগুড়া অফিসঃ