তুর্কিয়ে তে বাংলাদেশী স্টুডেন্টদের ২য় ইন্টারন্যাশনাল এডুকেশনাল সামার স্কুল ২০২২ অনুষ্ঠিত

বাংলাদেশ স্টুডেন্টস’এসোসিয়েশন তুরষ্ক- বাসাত এর উদ্যোগে গত ২৭ এবং ২৮শে আগস্ট ইস্তানবুলের প্রাণকেন্দ্র তাকসিমে অনুষ্ঠিত হল “বাসাত ২য় ইন্টারন্যাশনাল এডুকেশনাল সামার স্কুল ২০২২”। তুরষ্কের সরকারী বৃত্তি তথা ‘তুর্কিয়ে বুর্সলারি’ প্রদানকারী কর্তৃপক্ষ ইয়েতেবে (YTB) এবং বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশন তুরষ্ক- বাসাত এর যৌথ সমন্বয়ে দ্বিতীয় বারের মত আয়োজিত এডুকেশনাল সামার স্কুলে তুরষ্কের ১৫টি ভিন্ন ভিন্ন শহরে পিএইচডি, মাস্টার্স ও অনার্সে অধ্যনরত ২৮ জন বাংলাদেশী ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।

বাসাত ২য় ইন্টারন্যাশনাল এডুকেশনাল সামার স্কুল ২০২২-এ অংশগ্রহণের জন্য সর্বমোট ১২৫ জন আবেদনকারীর মধ্যে থেকে চুড়ান্তভাবে ৩০ জন মনোনীত হন। তুরষ্কে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদেরকে একাডেমিক গবেষণায় আরও দক্ষ ও চৌকস করে তোলার লক্ষ্যে আয়োজিত বাসাত এডুকেশনাল সামার স্কুলে তুরষ্ক, কানাডা, সুইডেন, স্পেন ও বাংলাদেশ থেকে খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা একাডেমিক গবেষণার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ক দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন। ২য় বাসাত সামার স্কুলের প্রশিক্ষকদের মধ্যে ছিলেন ড. রহমত উল্লাহ, ড. এ এফ এম শোয়াইব আখতার, ড. ইমাদুর রহমান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, জনাব যোবায়ের আহমেদ, জনাব আহমদ সাব্বির, জনাব সালাহউদ্দিন, জনাব মুমিন, জনাব মোহাম্মদ হোসাইন, জনাব তোহা হাওলাদার, ড. ফেরদৌস আরা ইসলাম, সাইকোলোজিস্ট শেইমা কোচাক, প্রমুখ। সামার স্কুলে রিসার্চ মেথডলজি সংক্রান্ত ক্লাস ও সেশনগুলো একাডেমিক রিসার্চের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামুলক হয়ে থাকবে বলে সামার স্কুলের অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করেন।

বাসাত সামার স্কুলে একাডেমিক সেশনের পাশাপাশি অংশগ্রহনকারীদের জন্য একাডেমিক স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে সাইকোলোজিক্যাল কনসাল্টেন্সি সেশন, মিউজিয়াম ভ্রমন ও আউটডোর এক্টিভিটিসসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বাসাত সামার স্কুলের সমাপনী সেশনে তুরস্কের সরকারি বৃত্তি ‘তুর্কিয়ে বুর্সলারি’ ইস্তানবুল কো-অর্ডিনেটর জনাব এমরে ওরুচ, সুষ্ঠ ও সফলভাবে সামার স্কুল আয়োজনের জন্য বাসাতকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক আগামীতে সকল একাডেমিক, সামাজিক এবং সাংস্কৃতিক আয়োজনে বাসাতকে সর্বোত্তক সহযোগিতার কথা জানান। বাসাত এডুকেশনাল সামার স্কুল ২০২২ এর সমাপনী সেশনে বাসাতের সভাপতি ওমর ফারুক হেলালী ও সেক্রেটারি জেনারেল নাসরুজ্জামান নাঈম অত্যন্ত সফলভাবে বাসাত সামার ক্যাম্পের আয়োজন ও ব্যবস্থাপনার জন্য বাসাতের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসাইন, আয়োজক কমিটির জনাব যোবায়ের আহমেদ, জনাব আহমদ সাব্বির, সাইয়্যেদ মাগফুর আহমদ সহ সকল সদস্যকে এবং প্রানবন্ত ও সর্বাত্তক অংশগ্রহণের জন্য সামার স্কুলের সকল অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তির।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *