মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ গণ-সমাবেশকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল।

১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ব্যানার সহকারে খন্ড-খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শহীদ-উন নবী সালাম, সরকার ফরিদ, সাফিনুর রহমান, মিল্টন, মাসুদ রানা, নাদিম, রিমন, মিল্লাত হোসেন, সাজু আহম্মেদ, রবি, উজ্জল হোসেন, স্মরণ তালুকদার, আরিফ প্রমূখ।

এছাড়াও সমাবেশে বিএনপিসহ জেলা ছাত্রদলের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বানেয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *