ব্রিটিশ হাইকমিশনে শোক জানাতে প্রধানমন্ত্রী
প্রয়াত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক জানাতে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক টুইট বার্তায় শোক বইয়ের প্রধানমন্ত্রীর স্বাক্ষর করার ছবি প্রকাশ করেছেন। ব্রিটিশ হাইকমিশনার লিখেছেন, মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বই স্বাক্ষরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রানীর জ্ঞান ও প্রজ্ঞা এবং মহামান্যের সঙ্গে তার ও তার বাবার কহু বৈঠকের কথা স্মরণ করেছেন।
অনলাইন ডেস্ক: