বর্তমান সরকার রাতের আঁধারে ভোট ডাকাতি ও ভোট কারচুপি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে: সাবেক এমপি লালু

গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহণের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের খান্দার বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, বর্তমান সরকার রাতের আঁধারে ভোট ডাকাতি ও ভোট কারচুপি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। এ সরকার স্বৈরাচারী জনবিচ্ছিন্ন সরকার। এ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছে। গত কয়েকদিন আগে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে ভোলায় দুটি ও নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে একটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। আবার সবকিছুর দাম বাড়িয়ে সাধারণ জনগনকে ধুঁকে ধুঁকে মারছে। তাই সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফেরাতে আন্দোলন ছাড়া কোন উপায় নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ভোট ডাকাত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভ করার জন্য ইভিএমে ব্যবস্থা করেছে। অবিলম্বে এই ইভিএমের মাধ্যমে ভোট এর ব্যবস্থা বাতিলের দাবিসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান।

সমাবেশে ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবর রহমান বকুল,শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ নুরুল হুদা তিলক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, সোলায়মান আলী, ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মোল্লা প্রমূখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *