বগুড়ার ধুনটে হত্যাসহ ৩ মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
বগুড়ার ধুনট উপজেলায় হত্যাসহ তিনটি মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মাহমুদ (৩৫) ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে সুলতান মাহমুদ বাড়ির পাশের একটি ডোবায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় ১০-১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার মধ্যে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ডোবার মধ্য থেকে সুলতানের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। নিহতের স্ত্রী বিজলী আকতার জানান, গত আড়াই বছর আগে রঞ্জু নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তার স্বামী সুলতান মাহমুদকে আসামি করা হয়। ওই মামলার জের ধরেই তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ধুনট থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজ্জাকুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে বলে তিনি জানান।
বগুড়া অফিসঃ