জয়পুরহাটে সজীব হত্যা মামলার অন্যতম আসামী রুবেল গ্রেপ্তার
জয়পুরহাটে চাঞ্চল্যকর ওয়াজ কুরুনী ওরফে সজীব হত্যা মামলার অন্যতম আসামী রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত রুবেল হোসেন সদর উপজেলার নমুজা এলাকার এলি হোসেনের ছেলে। নিহত সজীব নওপাড়া-পল্লীবালা বাজার এলাকার সাহেব আলীর ছেলে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, ২০১৭ সালের ২০ নভেম্বর জয়পুরহাট জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের নওপাড়া গ্রামস্থ পল্লীবালা বাজারের পশ্চিম পার্শ্বে একটি পুকুর পাড়ের গাছের ডালে সজীবের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তখন জয়পুরহাট সদর থানায় অপমৃত্যু একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে পুলিশ তদন্তে নামলে হত্যাকান্ডের সাথে জড়িত ৬ জনের নাম উঠে আসে। এ ঘটনায় ২০১৮ সালের ৮ জুন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে দীর্ঘদিন আসামীরা পলাতক ছিল। গতরাতে তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত রুবেল হোসেনের অবস্থান শনাক্ত করে তাকে সদর উপজেলার কুঠিবাড়ী ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জয়পুরহাট সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক: