বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিলুফা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে  সারিয়াকান্দির নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গাবতলী উপজেলার উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ধুনট উপজেলার চিকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও টুর্নামেন্টে ৯টি গোলদিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছে সদরের ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিত চন্দ্র। এর আগে টুর্নামেন্টে ১২টি দলে বালক ও বঙ্গমাতা গোল্ডকাপে ১২টি দলে বালিকাসহ ২৪টি দল অংশগ্রহন করে। শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *