বগুড়ায় মারামারি ও হত্যা চেষ্টা মামলায় জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দ কারাগারে
বগুড়া অফিস:
বগুড়ায় মারপিট ও হত্যাচেষ্টার মামলায় আব্দুল মান্নান আকন্দকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সকাল ১০টার দিকে সদর আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করার সময় রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধর করেন।
এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারপিটের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামী করে ৫১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা( মামলা নং- ৮৯৪/২২) দায়ের করেন। সেই মামলায় প্রধান আসামি হিসেবে জামিন নিতে বুধবার সকালে সদর আমলী আদালতে হাজির হন আব্দুল মান্নান আকন্দ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আব্দুল মান্নান আকন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আব্দুল মান্নান আকন্দের পক্ষের আইনজীবী রেজাউল করিম মন্টু বলেন, ‘আদালতে জামিন আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী জানান, আদালতের আদেশ পাওয়ার পরেই আব্দুল মান্নান আকন্দকে কারাগারে হস্তান্তর করা হয়েছে। এদিকে আব্দুল মান্নান আকন্দের বিরুদ্ধে তার ঠিকাদারি প্রতিষ্ঠান শুকরা এন্টারপ্রাইজের নেওয়া বগুড়া সদরের বাড়িয়া দ্বিতীয় বাইপাস সড়কের অদ্দিগোলা বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা কাপেটিং কাজে অনিয়মের বিরুদ্ধে একাধিক পত্রিকায় খবর প্রকাশের পর রাস্তা নির্মান এলাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ করে এলাকাবাসী। এছাড়া শুকরা টিভি নামে অনলাইন পেইজে টকশোর মাধ্যেমে শহরের একাধিক ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের নামে কুৎসা রটনা করায় সুধি মহলে তার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে একাধিক জন অভিযোগও করেছেন। উল্লেখ্য আব্দুল মান্নান আকন্দ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।