কালাই উপজেলার মেধাবী শিক্ষার্থী নাকিব মাহমুদ সৌমিক কে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা প্রদান

কালাই প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলাধীন হাতিয়র কামিল মাদ্রাসার সহ: অধ্যাপক আবুল কালাম আজাদ এর সন্তান নাকিব মাহমুদ সৌমিক এ বছরের ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে বুয়েট , রুয়েট- 154 তম (EEE), BUTEX -18 তম, IUT -292 তম, RU Science -147 তম DU 4000 তম LE এবং কৃষি গুচ্ছ 559 তম হয়ে ভর্তির সুযোগ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: কালাই শাখার পক্ষ থেকে উপহার প্রদান করে সম্মানিত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য নাকিব মাহমুদ সৌমিক আই বিবিএল কালাই শাখা SMSA হিসাব গ্রাহক। নাকিবের বাড়ী উপজেলার ধাপ (পূনট) গ্রামে। সে উপজেলা সদরের কাকলি স্কুল, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং সরকারী আজিজুল হক কলেজ এর মেধাবী ছাত্র হিসেবে শিক্ষকদের প্রিয় ছিল। নাকিবের মা ব্রেস্ট ক্যান্সার এর রুগি হওয়ায় বাবার যত্ন, পরিচর্যা, নিজের অদম্য ইচ্ছাশক্তি এবং আল্লাহর বিশেষ রহমত তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে জানায় নাকিব মাহমুদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *