‘পরিচয় সাহিত্য পুরস্কার ২০২২’ পেলেন কবি সায়ীদ আবুবকর

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য পঞ্চাশতম জন্মদিনে নব্বই দশকের শক্তিমান কবি সায়ীদ আবুবকরকে ‘পরিচয় সাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। ২১ সেপ্টেম্বর বুধবার রাজশাহীর তালাইমারিতে পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে কবিকে এ পুরস্কার দেয়া হয়। পরিচয় সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা কথাশিল্পী নাজিব ওয়াদুদের সভাপতিত্বে এবং পরিচয়ের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী ও প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম; বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, কথাশিল্পী দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান, শিশুসাহিত্যিক জাইদুর রহমান এবং কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।

অনুষ্ঠানে কবি সায়ীদ আবুবকরের সাহিত্যকৃতি, বিশেষভাবে কবিতাচর্চায় তার মৌলিকত্ব ও শক্তির পরিচয়, সমকালীন জীবনের প্রতি অঙ্গীকার এবং ইতিহাস-ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে অতিথিবৃন্দ আলোচনা করেন। কবি অনুভূতি প্রকাশকালে বলেন, এই পুরস্কার আমাকে সম্মানিত ও আনন্দিত করেছে এবং আগামীতে সাহিত্যচর্চায় প্রেরণা যোগাবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাহিত্যকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন: ইতিহাস গবেষক ড. সায়ীদ ওয়াকিল, ড. মুর্শিদা খানম, ছড়াশিল্পী এরফান আলী এনাফ, কবি বান্দা হাফিজ, কথাকার সাবের রাহী, কবি ফরহানা শরমিন, কবি মঞ্জিলা শরীফ, কবি নাহিদা আখতার নদী, কবি শেখ তৈমুর আলম, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি বিলকিস বানু, কবি সরদার মুক্তার আলী, কবি সালেকুর রহমান সম্রাট, কবি সোহেল রানা জীবন, কবি ইমরান আজিম, কবি রাকিবা রাখি, প্রাবন্ধিক সজীব মেহেদী, কবি মুজাহিদ ফয়সাল, কবি দুদায়েভ তানিম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *