পাবনায় কাজী নজরুল ও কবি ফররুখ স্মরণে সভা অনুষ্ঠিত
পাবনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রেনেসাঁর কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ সেপ্টেম্বর বুধবার পাবনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আসীর উদ্দীন মিলনায়তনে শিক্ষক ও সংবাদকর্মী রফিকুল আলম রনজুর সঞ্চালনায় এবং কবি নোমান মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম। আন্যান্যের মধ্যে আরো আলোচনা করেন বিশিষ্ট ব্যাংকার ও শিশু সংগঠক জনাব কবি সাজ্জাদ হোসেন, পদ্মা কলেজের সিনিয়র প্রভাষক জনাব ফারুকে আজম, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব ড: ইদ্রিস আলম প্রমুখ।
কবি ফররুখ ও নজরুল ইসলামের সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিল্পী আব্দুল মমিন, শিল্পী সিয়াম শাহরিয়ার। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন জনাব নূরুল ইসলাম উজ্জ্বল, সাংবাদিক নুরুন্নবি, আইসিটি শিক্ষক জনাব আব্দুল আলীম, ম্যকস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব নুরুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর প্রমুখ। সভায় বক্তাগন জাতীয় জাগরণের এই দুই দিকপাল কবির জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।