মুন্সিগঞ্জ বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি: জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে যুবদল ও বিএনপির শতাধিক নেতাকমী হতাহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রেল ষ্টেশন হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহ্নেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, হারুনুর রশীদ জুয়েল। জেলা যুবদল সদস্য- আবু সাহেদ সোহেল, এফতাদুল হক, ইকবাল হোসেন প্রমূখ।