পাঁচবিবিতে এবার ৭২টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উৎসব

আর মাত্র ২ দিন। জয়পুরহাটের পাঁচবিবিতে ২৫ শে সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্যদিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবার ২০২২ সালে এ উপজেলায় ৭২ টি পূজামন্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির ধুম। এখন শেষ পর্যায়ে চলছে রং তুলির কারুকাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা (মালাকার)।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস এবং পূজা উদযাপন কমিটির সভাপতি পরমেশ্বর মাহাতো বলেন- “এ বছর উপজেলাতে ৭২ টি মন্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসব। গতবারে ৭৩ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হলেও এবারের সংখ্যা ১টি কম। প্রতিমাশিল্পীদের নিপুন হাতে তৈরি হচ্ছে প্রতিমা। ৩০ শে সেপ্টেম্বর বোধন শেষে ১লা অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গা উৎসব শুরু হবে এবং ৫ ই অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে।

পাঁচবিবি পৌরসভার বারোয়ারী মন্দিরের পুরোহিত বলেন, এবারে দেবী দূর্গা আসবে হাতিতে চড়ে এবং যাবে নৌকায় চড়ে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, প্রতিটি মন্ডপে ৫ জন আনসার সদস্য ও পুলিশ মোতায়েন থাকবে। যে মন্ডপে ভক্ত অনুরাগী বেশি সমাগম থাকবে সেখানে পুলিশ ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।

পাঁচবিবি প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *