জয়পুরহাটে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জয়পুরহাট জেলায় এবার ২শ’ ৮৯ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাকির হোসেন মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা আনসার কমান্ডার মির্জা সিফাত-ই-খোদা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. হৃষিকেষ সরকার, সাধারণ স¤পাদক সুমন কুমার সাহা, ঐক্য পরিষদ নেতা শ্যামল কুমার সাহা, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীষ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, পরমেশ্বর মাহাতো প্রমুখ।

সভায় জানানো হয়, এ বছর জেলায় মোট ২শ’ ৮৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপ গুলোতে আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা এবং উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করবে। সভায় জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

স্টাফ রিপোর্টারঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *