মুন্সিগঞ্জে যুবদল কর্মী শাওন নিহত: বগুড়ায় যুবদলের উদ্যোগে গায়েবানা জানাযা নামাজ
মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওনের গায়েবানা জানাযা নামাজ আদায় করেছে বগুড়া জেলা জাতীয়তাবাদী যুবদল। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ নামাজ আদায় করা হয়। জানাযা নামাজের পূর্বে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে দেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম আহবায়ক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি প্রমুখ। এছাড়াও জানাযা নামাজে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, কিছুদিন আগেই ভোলায় এবং নারায়ণগঞ্জে আমাদের তিন ভাইয়ের প্রাণ গেছে পুলিশের গুলিতে। গতকাল মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন শাহাদত বরণ করেছে। অথচ আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। শাওনের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। গণতন্ত্রের জন্য শাওন শাহাদত বরণ করেছে। আমরা শাওনের শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো। পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করিয়ে সরকার আন্দোলন থামাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। গত ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে এবং পৌর যুবদলের ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বগুড়া অফিসঃ