জয়পুরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার মিরকান্দি পৌর যুবদলের নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রেল ষ্টেশন হতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহ্নেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। এসময় বক্তারা সরকার বিরোধী আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানান।এবং যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্টাফ রিপোর্টারঃ