জয়পুরহাটে সামাজিক সম্প্রীতি সমাবেশে হুইপ স্বপন এমপিঃ ইসলাম শান্তির ধর্ম এখানে উগ্রবাদ জঙ্গীবাদ সহিংসতা ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই
আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে ২৪ সেপ্টেম্বর শনিবার সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও গোলাম হক্কানী, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহিদ মন্ডল মুন্না, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সুনীল খালকো, পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধবিহার কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শুশীল প্রিয় ভিক্ষু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ দের কোন স্থান নাই। ধর্মীয় কোন খন্ডিত অংশকে অপব্যাখ্যা করে কোন স্বার্থবাদী মহল যেন অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। তিনি ঘুষ প্রসঙ্গে বলেন, শুকুরের মাংস খাওয়া হারাম, ঘুষ খাওয়াও হারাম কিন্তু আমরা সহজেই ঘুষ খেয়ে থাকি এ অভ্যাস বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, আমরা আওয়ামীলীগ রাস্তা দখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ অপরাজনীতি ও অপরাধী কর্মকান্ডের রাজনীতি করি না। আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ, শিক্ষার উন্নয়ন, অবকাঠামো নির্মান, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজ করেছে।