পঞ্চগড়ে ডুবে গেল অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা: নারী পুরুষ ও শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার
পঞ্চগড়ে ডুবে যাওয়া অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা থেকে নারী পুরুষ ও শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৫ সেপ্টেম্বর রবিবার বেলা দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। করতোয়া নদীতে নৌকাডুবির ঐ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৫ পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৭ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে- আরো অর্ধ শতাধিক নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছে।
অনলাইন ডেস্ক: