বগুড়া শিল্পী পরিবারের পক্ষ থেকে সমন্বয়ের শিল্পী রুহুল আমীন মোয়াজ্জেম হোসেন ও শেখ সাদিকে সম্মাননা প্রদান
গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বগুড়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বগুড়া শিল্পী পরিবারের পক্ষ থেকে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া”র প্রথম দিকের জনপ্রিয় শিল্পী রুহুল আমীন, মোঃ মোয়াজ্জেম হোসেন ও শেখ সাদিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বকাল সাংস্কৃতিক পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোস্তফা কামাল।
সৈয়দ মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন, নিয়মিত আমাদের হারিয়ে যাওয়া কর্মময় ও ব্যাস্ত সেই সব শিল্পীদের খুঁজে খুঁজে বের করে তাদের সম্মাননা প্রদানের এই কার্যক্রম চালু রাখা এবং নিয়মিত সুস্থ সংস্কৃতির বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমাদের মূল্যবোধের জাগরনের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া শিল্পী পরিবারের আহ্বায়ক মোস্তফা মোঘল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ইমাম রায়হান। এছাড়াও মাওঃ আব্দুল মতিন, খলিলুর রহমান, শামীম আহমেদ, নুরুন্নবী খান, মহান রহমান, অধ্যাপক আব্দুস সালাম এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্য গণ উপস্থিত ছিলেন।
বগুড়া অফিস: