বগুড়ায় বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র যুব সমাজকে নতুন পথের সন্ধান দিচ্ছে: পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী
কর্মদক্ষতা বৃদ্ধিসহ প্রশিক্ষিত চালক তৈরী এবং আচরণগত বিভিন্ন বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে নতুন পথের সুযোগ তৈরি ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন- বিআরটিসি। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে বগুড়ায় বিআরটিসি এবং এসইআইপির যৌথ উদ্যোগে মোটরযান ড্রাইভিং এবং রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, নির্বাহী ম্যাজিষ্ট্রট জান্নাতুল নাইম এবং বিআরটিসি বগুড়া ডিপোর জোনাল ম্যানেজার মনিরুজ্জামান বাবু প্রমুখ। উল্লেখ্য এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বিদেশি ভাষা শেখানো, যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়। এছাড়া, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয় বলে জানান আয়োজকরা। প্রতি ব্যাচে ১০০ জন প্রশিক্ষণার্থীদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে নেয়া হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী ব্যাচের ১ম তিনজনকে ক্রেস্ট এবং সনদ তুলে দেয়া হয়। সংবর্ধনা দেয়া হয় নবীনদের। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা জানান, বিনামুল্যে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন মানে পরিবর্তন আসবে। বিদেশে তাদের চাকুরীর পদ সুগম হবে।
বগুড়া অফিস: