হুইপ স্বপন এমপির অনুরোধে জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ মোল্লা
জয়পুরহাট জেলা পরিষদ কে দলীয় কার্যলয় না বানিয়ে, জনগণের পরিষদ এবং পাঁচুর মোড়ে গোলচত্ত্বর বানানোর দাবির শর্তে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ মোল্লা। গতকাল রোববার দুপুরে শহরের ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট নাগরিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে এ কথা বলেন।
আব্দুল আজিজ মোল্লা জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক স¤পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন। নির্বাচনের তিন দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর রাজনীতির মাঠ থেকে বাইরে থাকা আব্দুল আজিজ মোল্লা জেলা পরিষদ নির্বাচনে হঠাৎ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে আওয়ামীলীগের রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন। আব্দুল আজিজ মোল্লা বলেন, শনিবার বিকেলে সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁকে কয়েকবার ফোন দিয়েছিলেন। তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করলে তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে রাজি হয়েছেন।
আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী অধ্যক্ষ খাজা শামছুল আলম একজন সজ্জন, মুরব্বি ও ত্যাগী মানুষ। তাঁর নির্বাচিত হওয়ার স্বার্থে দলীয় নেতা হিসেবে আব্দুল আজিজ মোল্লাকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছি। তিনি আমার অনুরোধে প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন’। এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ স¤পাদক জাকির হোসেন মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা।
অনলাইন ডেস্ক: