বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর

বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত ২৪ শে সেপ্টেম্বর সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য চারজন  মনোনয়নপত্র সংগ্রহ করে ২৫শে সেপ্টেম্বর জমা দিয়েছেন। পরে সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর বিএনপি’র সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করবেন।

সভাপতি মোঃ এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক, মোঃ হারের উদ্দিন হারেজ ও মোঃ আবু শাহিন সানি। মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, মোর্শেদ মিল্টন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল হক নতুন, আব্দুল হাকিম মন্ডল, বজলু রহমান নিলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া অফিসঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *