শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামিক স্কলার শায়খ ড. ইউসুফ আল-কারদাভী ইন্তেকাল
শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার শায়খ ড. ইউসুফ আল-কারদাভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমসাময়িক সময়ের নানা বিষয়ে ইসলামিক ব্যাখ্যা ও ইসলামকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপনের ক্ষেত্রে তার সমতূল্য আলেম হাতে গোনা। ইসলামী আন্দোলন, মানব জীবন, সামাজিক বিধান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শনসহ নানা দিক বিভাগ নিয়ে প্রায় দুই শতাধিক বই লিখেছেন তিনি। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের ইসলামী জাগরনে তার ভূমিকা অনন্য। মিশরীয় বংশদ্ভূত ইক্বামতে দ্বীনের বিশিষ্ট এই রাহবার মুসলিম ব্রাদারহুড সরকার পতনের পর থেকে কাতারে নির্বাসিত জীবন যাপন করছিলেন।
অনলাইন ডেস্ক: