জয়পুরহাটের পাঁচবিবিতে প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ: ডিসেম্বরের মধ্যেই নতুন ভবনে স্থানান্তরের সম্ভাবনা
বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ভবনসমূহের সংস্কার ও পুনর্বাসন -২ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জরাজীর্ণ ডাকঘর ভবন সম্প্রসারণ, মেরামত ও পুনঃনির্মাণ করা হচ্ছে। জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে ডাক অধিদপ্তর, ডাক ভবন, আগারগাঁও ঢাকার সংস্থা। কাজ করছেন লিটিল কনস্ট্রাকশন ঢাকার একটি ঠিকাদার প্রতিষ্ঠান। জি, ও, বি রয়েছেন এর অর্থায়নে। লে- আউট প্রদানের তারিখ-১৬ ডিসেম্বর ২০২১ এবং কার্যাদেশের তারিখ- ৬ অক্টোবর- ২০২১ সন। পাঁচবিবি উপজেলা পোস্ট মাস্টার মোঃ মতিউর রহমান জানান, পাঁচবিবি উপজেলার পুরাতন পোস্ট অফিস ভবনটি পরিত্যক্ত হয়ে গেছে অনেক বছর আগেই। ছাদ এবং দেয়ালের পলেস্তরা খসে খসে পড়ার কারণে ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে।
এই জ্বরাজীর্ণ ভবনটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট করা হলে বর্তমান প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ৬৮ হাজার ৯শত ৩৭ দশমিক ৮ টাকা । আশা করছি, ডিসেম্বরের মধ্যেই নতুন ভবনে স্থানান্তর হতে পারবো। উল্লেখ্য, প্যাকেজ নং- ৮৫, ই জি পি আই ডি নং- ৫৫১৩০৮ এর আওতায় জয়পুরহাট জেলার পাঁচবিবি, সুখানপুকুর, জামালগঞ্জ ও তিলকপুর এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সাব পোস্ট অফিস এক যোগে সম্প্রসারণ, মেরামত ও পুন:নির্মাণ করা হচ্ছে।
পাঁচবিবি প্রতিনিধি: