জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উদযাপন
সফল রাষ্ট্রনায়ক উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ৭৬ বছরে পা দিলেন। প্রিয়নেত্রীর ৭৬’তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর দিনব্যাপী নানান কর্মসুচীর আয়োজন করেন জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রলীগ। কর্মসুচীর মধ্যেছিলো বৃক্ষরোপন,কেককাটা, আনন্দ শোভাযাত্রা , আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভার আগে ভোরহলো শিশু সংগঠনের শিশু শিল্পীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জীবনী নিয়ে লেখা দেশাত্ববোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ।
বিশেষ অতিথি, উপজেলা আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মাহাবুব চন্দন, পৌর আ,লীগের সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, আওলাই ইউনিয়ন আ,লীগ সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন, আটাপুর ইউপি সম্পাদক আব্বাস আলী সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আকবর হোসেন, বর্তমান সভাপতি মোঃ আকরাম হোসেন তালুকদার প্রমুখ।
সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও সভা মঞ্চে এসে মিলিত হয়। দলীয় নেতাকর্মিরা এসময় প্রিয়নেত্রীর বিভিন্ন উন্নয়নমুলক কাজের নাম উল্লেখ করে র্যালীতে করতালির সাথে স্লোগান দেয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন পাঁচবিবি পৌর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজু। অপরদিকে দানেজপুর দলীয় কার্যালয়ে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু প্রধানমন্ত্রীর জন্মদিনে অনুরূপ কর্মসূচি পালন করেন।
পাঁচবিবি প্রতিনিধি: