“দীপঙ্কর চক্রবর্তী স্মৃতিপদক” পাচ্ছেন বগুড়ার সিনিয়র ৩ সাংবাদিক নয়ন, মিলন ও ঠান্ডা আজাদ
বগুড়ায় সাংবাদিকতায় এবার “দীপঙ্কর চক্রবর্তী স্মৃতিপদক” পাচ্ছেন সিনিয়র তিন সাংবাদিক। বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) ৪ বছর ধরে এই পদক প্রদান করে আসছে। যে ৩ জন এবার মনোনীত হয়েছেন তাঁরা হলেন- দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মিলন রহমান ও দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ।
অনলাইন ডেস্কঃ