জয়পুরহাটে ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি আটক
জয়পুরহাটে ২০৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ১ অক্টোবর শনিবার গভীর রাতে পাঁচবিবি উপজেলা ভারত সিমান্তের ভুইডোবা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান (৩১) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০)
র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ফেন্সিডিল সহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ