পাঁচবিবিতে এতিমদের খাবার ও সেলাই মেশিন দিলেন পুলিশ সুপার নূরে আলম

জয়পুরহাটের পাঁচবিবিতে হাজরাপুর বাংলা হোপ মিশনে বসবাসরত ছিন্নমূল, এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার ও সেলাই মেশিন বিতরণ করলেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মোঃ নূরে আলম। ২অক্টোবর রবিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের হাজরাপুর বাংলা হোপ মিশন মিলনায়তনে আইডি এলসি আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশনের পরিচালক সুচিত্রা সরেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মো: নূরে আলম। বিশেষ অতিথি, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম, পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, আইডি এল সি বগুড়া অফিসের হেড অফ ক্লাস্টার খন্দকার সজীব আহমেদ, প্রতিষ্ঠানের অর্থ বিভাগের প্রধান ডঃ লিটন প্রসাদ মৌয়ালী, সহযোগিতা বিভাগের নির্বাহী পনুয়েল বাডৈ প্রমুখ। শেষে জেলা পুলিশ সুপার হাজরাপুর বাংলা হোপ মিশনে বসবাসরত ১৬৪ জন ছিন্নমূল ও এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার ও ১০টি সেলাই মেশিন বিতরণের জন্য প্রতিষ্ঠান প্রধান সুচিত্রা সরেনের হাতে হস্তান্তর করেন।

পাঁচবিবি প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *