বিশ্ব বসতি দিবস উপলক্ষে জয়পুরহাটে গণপূর্ত বিভাগের র্যালী ও আলোচনা সভা
বৈশম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষে ৩ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে গণপূর্ত কার্যালয় থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণপূর্ত বিভাগ জয়পুরহাট এর নির্বাহী প্রকৌশলী ডা. ফারজানা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যপস) ফারজানা হোসেন,জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল, এল জি ইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মশিউর রহমান, সাংবাদিক মাশরেকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, সকলের জন্য নিরাপদ বাসযোগ্য বসতি তৈরী করতে হবে। ঝুঁকিমুক্ত বিল্ডিং নির্মাণ করতে কতৃপক্ষ, ভবন মালিকসহ সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহবান জানান।