পাঁচবিবিতে ২টি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে গরু ও মুরগির বহনকারী ২টি পিকাপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার বিকেলে পাঁচবিবি- হিলি সড়কের নওদা নামক স্থানে এ সংঘর্ষ হয়। এতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চিকলি গ্রামের গরুর পিকআপ (ঢাকা মেট্রো ন-১৬৭১) ড্রাইভার মোঃ বাবলু (৫০) ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও আরো ৩জন গুরুতর আহত হয়। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা হল, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢিকলী গ্রামের মৃত কাজিম মিয়ার পুত্র সোহেল মিয়া ( ২৫) , একই গ্রামের আজিজার রহমানের পুত্র সাদিকুল (৪০) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার আব্বাস আলীর পুত্র আবু সাঈদ (৩০)। এ দুর্ঘটনায় গরু বহনকারী পিক আপ দ্বিখন্ডিত হয়ে রাস্তার পশ্চিম পাশে ধানের ক্ষেতে পড়ে যায়। ফলে ৪টি গরু মারা যায় ।এছাড়াও মুরগি বহনকারী পিকআপটি রাস্তায় উল্টে পড়ে শত শত মুরগির মৃত্যু হয়। আজ মঙ্গলবার পাঁচববি বৃহত্তর গরুর হাট। এ হাট থেকে গরু ক্রয় করে পিকআপে তুলে সৈয়দপুর ফিরে যাচ্ছিল গরু ব্যবসায়ীরা। অপরদিকে হিলি থেকে পাঁচবিবি অভিমুখে আসছিল মুরগি বহনকারী পিকআপটি।  এ সময় পিকআপ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

পাঁচবিবি প্রতিনিধি
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *