কিচক ইউনিয়নের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী পাতাইর ধুলাঝাড়া এ. ইউ. দাখিল মাদ্রাসার সভাপতি হলেন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ‘পাতাইর ধুলাঝাড়া এ. ইউ. দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন কিচক ইউনিয়নের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯- এর ৩৯ প্রবিধান অনুসারে পাতাইর ধুলাঝাড়া এ. ইউ. দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য ২৭/০৯/২০২২ থেকে পর্ববর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অুমোদন দেন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ