বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজকে সংবর্ধনা প্রদানঃ জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চকে একসাথে কাজ করতে হবে
বগুড়া জেলা ও দায়রা জজ এ,কে,এম মোজাম্মেল হক চৌধুরীর বগুড়ায় যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে গওহর আলী বার ভবনের নিচতলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল-০১ এর বিচারক আশিকুল খবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আউয়াল, বগুড়া বারের সাবেক সভাপতি বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া বারের সাবেক সভাপতি অ্যাড. লুৎফে গালিব আল জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান মুক্তা প্রমূখ।
সংবর্ধনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজ এ, কে, এম মোজাম্মেল হক বলেন, জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বগুড়ায় দীর্ঘ দিনের জমিয়ে থাকা মামলার জট নিরসনে সকলের সহযোগিতা প্রয়োজন। নবাগত জেলা ও দায়রা জজ বলেন, বগুড়া আদালতের অনেক সমস্যার কথা শুনলাম। একদিনে হয়তো সকল সমস্যার সমাধান সম্ভব নয়, তবে ধীরে ধীরে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে
বগুড়া অফিসঃ