রাজশাহীতে আবদুল করিম সাহিত্যবিশারদ স্মরণ ও পরিচয়ের সাহিত্যসভা

বাংলাসাহিত্যের শেকড়সন্ধানী গবেষক ছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদ। অর্থনৈতিক টানাপোড়েন উপেক্ষা করে তিনি আমৃত্যু বাংলাসাহিত্যের ইতিহাসচর্চা এবং পুথিঁ সাহিত্যের সংগ্রহ ও সংরক্ষণে যে ভূমিকা পালন করেছেন তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণকীর্তন, মধ্যযুগের মঙ্গলকাব্যধারা এবং শাহ মুহাম্মদ সগীর, আলাওল-দৌলতকাজীসহ মধ্যযুগীয় সাহিত্যের মুসলিম ধারা, ব্রিটিশ আমল এবং তৎপরবর্তী বাংলা সাহিত্যের বাঁকবদলসহ পুঁথি সাহিত্যের সংগ্রহ ও সংরক্ষণে অভাবনীয় কাজ করে গেছেন তিনি। তরুণ প্রজন্মের কাছে তাঁকে তুলে ধরা এখন অপরিহার্য হয়ে পড়েছে। রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদের ২০৯তম সাহিত্য আসর ও আবদুল করিম সাহিত্যবিশারদ স্মরণসভায় বক্তাগণ এ সব কথা বলেন।

পরিচয় সংস্কৃতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও ইতিহাস গবেষক সরদার আবদুর রহমান এর সভাপতিত্বে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আবদুল করিম সাহিত্যবিশারদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা রাখেন পরিচয় সংস্কৃতির উপদেষ্টা গল্পকার দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান, পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, বাংলা লিটারেচার সম্পাদক কবি সায়ীদ আবুবকর, নতুন একমাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন প্রমুখ।

কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ ও গানের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন কবি এরফান আলী এনাফ, কবি ও ছায়া সম্পাদক সোহেল মাহবুব, কবি অভি মণ্ডল, কবি ও গল্পকার মুহাম্মদ আলী, কবি শেখ তৈমুর আলম, কবি হাসিনা বিশ্বাস, কবি মঞ্জিলা শরীফ, কবি শাহানা ইয়াসমিন মুক্তা, কবি সরদার মুক্তার আলী, কবি একেএম দৌলতুজ্জামান, শিল্পী-সুরকার শোয়েব আলী, কবি সোহেল রানা জীবন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি মোস্তফা ফেরদৌস হাজরা, কবি ইমরান আজিম, গল্পকার মাহমুদ ফয়সাল, কবি সালেকুর রহমান সম্রাট, কবি তানিম আলআমিন, শিল্পী মাহদীয়া প্রার্থনা, শিল্পী ইসমাম মুহতামিম প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *