নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রচারনা ও জনপ্রিয়তায় এগিয়ে আছেন ধামইরহাটের অধ্যক্ষ শহীদুল ইসলাম

নওগাঁ জেলা পরিষদর নির্বাচনে সাধারণ সদস্য পদে জনপ্রিয়তায় এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধামইরহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের উপদেস্টা দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম।

ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে দিনরাত প্রচার-প্রচারনা, কাঙ্খিত সেবা ও সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছেন এতে মিলছে ভোটারদের আশানারুপ সমর্থন। খোজ খবর নিয়ে জানা গেছে, ধামইরহাট উপজেলা পরিষদ ও ৮টি ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত জনপ্রতিনিধি, প্রতিনিধি এবং পৌরসভার নির্বাচিত মেয়র- কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হতে প্রতিটি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রবীণ গুনি এই রাজনীতিবিদ। ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান বলেন, ‘অধ্যাপক শহীদুল ইসলাম একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, আমরা তাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।’

ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এ নির্বাচনে উপজেলার বিভিন্ন এলাকায় অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের জয়জয়কার শোনা যাচ্ছে, চলতি মাসের ১৭ই অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়ী হবেন বলে আমরা আশাবাদি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *