পাঁচবিবিতে প্রীতি ম্যাচ ফুটবল খেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
এক ঝাঁক যুবকের স্বপ্ন পূরণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ উপলক্ষে র্যালী ও প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতি । এ উপলক্ষে সমিতির সভাপতি শ্রী অভিলাষ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৃষ্ঠপোষক মোঃ মুনজুরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু প্রমুখ। আগামী ১৪ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী হবিগঞ্জ সিলেট বনাম রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি পাঁচবিবি-জয়পুরহাটের মধ্যে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। এতে দেশি-বিদেশী খেলোয়াররা অংশগ্রহণ করবেন বলে জানান আয়োজক কমিটি। সভার পূর্বে পিকআপ নিয়ে ব্যান্ড বাজনার তালে তালে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রচারণা চালায়।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: